ছবি: এআই।
হরিয়ানার প্রাথমিক স্কুলগুলিতে প্রথম শ্রেণিতে ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে শিক্ষা দফতর। ছ’বছরের বেশি বয়সি শিশুদেরই প্রথম শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, ওই নিয়ম সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা দফতর। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই নিয়ম এখনও দেশের ছ’টি রাজ্যে কার্যকর করা হয়নি। সংবাদ সংস্থাকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, তেলঙ্গানা এবং ছত্তীসগঢ় ওই নিয়ম এখনও চালু করেনি।
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, প্রাথমিক ভাবে বাড়িতে পড়াশোনা শুরু করার প্রতি নজর দিতে বলা হয়েছে। বাড়িতে পড়াশোনার পরিবেশ থাকলে ছ’বছর বয়সে স্কুলে গিয়ে পড়াশোনা করতে অসুবিধা হবে না বরং তারা বাড়তি উৎসাহ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
২০২৩ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির এই নিয়ম চালু করে কেন্দ্রীয় সরকার। শুরুতেই কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে এই বিধি কার্যকর করা হয়। এর পর ধাপে ধাপে সমস্ত রাজ্যের সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ওই নিয়ম কার্যকর হয়। যদিও ২০২৬ পর্যন্ত বেশ কিছু রাজ্যে এই নিয়ম চালু করা হয়নি বলেই রিপোর্ট পেশ করেছে কেন্দ্র।
২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সব স্কুল তা মেনে চলে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দিল্লি, গোয়া, হিমাচল প্রদেশ, রাজস্থানে ওই নিয়ম জারি করা হয়। তবে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে হরিয়ানা কেন্দ্রীয় নিয়ম কার্যকর করেছে। কর্নাটকেও এই নিয়ম নতুন শিক্ষাবর্ষে চালু করা হবে বলেই জানানো হয়েছে।