রুবির দিল্লি পাবলিক স্কুলে চলছে ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।
আজ আর স্কুলের হোমওয়ার্ক নিয়ে ভয় পাওয়ার দিন নয়। আজ ওদের শুধুই ছুটে বেড়ানোর দিন। খোলা আকাশ, গ্যালারিতে বসা দর্শকদের মাঝে দৌড় প্রতিযোগিতায় কে হবে সেরার সেরা— সেই লড়াই-ই চলছে দিনভর। মাঝে উপরি পাওনা বাইচুং ভুটিয়া।
রুবির দিল্লি পাবলিক স্কুলে চলছে ক্রীড়া প্রতিযোগিতা। ২০ ও ২১ ডিসেম্বর, দু’দিন ধরে দৌড়, হাইজাম্প, লংজাম্প-সহ আরও নানা খেলায় মেতে থাকবে পড়ুয়ারা। চলতি বছর ২১তম বর্ষে পা দিয়েছে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা। বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ ছিল বাইচুং ভুটিয়ার। অনুষ্ঠানের সূচনা হয় তাঁর হাত ধরেই। তারপর ছোটদের সঙ্গে চলে দীর্ঘ কথোপকথন। খেলা নিয়েও যে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বোনা সম্ভব তারই ছোট ছোট উদাহরণ দিয়েছেন বাইচুং। কারও প্রশ্ন ছিল ফুটবল নিয়েই, কেউ আবার বাইচুং-এর খেলাধুলার উপর বিশেষ জোর দিয়েছিল।
রুবির দিল্লি পাবলিক স্কুলে চলছে ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।
প্রতিযোগিতার শুরুটা মজার ছলে কাটে। ২০ ডিসেম্বর নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা খেলার মাঠে টেক্কা দেয় একে অপরকে। ২১ ডিসেম্বর উঁচু ক্লাসের পড়ুয়াদের মধ্যে হবে খেলার লড়াই। মাঠে পড়ুয়াদের উচ্ছ্বাসই বলে দেয়, সারা বছর এই দু’টি দিনের অপেক্ষায় থাকে বহু পড়ুয়া। তবে শুধু স্কুল পড়ুয়ারাই নয়, বাইরে থেকে ১০ জন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াকেও ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করা হয়েছিল।