NSI Admission 2025

ন্যাশনাল সুগার ইনস্টিটিউটে একাধিক বিষয়ে পড়ার সুযোগ, ভর্তির আবেদন শুরু

প্রতিটি বিষয়ে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে ৩১৩টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:১৭
ন্যাশনাল সুগার ইনস্টিটিউট।

ন্যাশনাল সুগার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীনস্থ কানপুরের ন্যাশনাল সুগার ইনস্টিটিউট দিচ্ছে একাধিক বিষয়ে পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সুগার টেকনোলজি, সুগার ইঞ্জিনিয়ারিং, অ্যালকোহল টেকনোলজি, আখের উৎপাদনশীলতা এবং পরিপক্কতা ব্যবস্থাপনা (সুগারকেন প্রডাক্টিভিটি অ্যান্ড ম্যাচিউরিটি ম্যানেজমেন্ট), কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে পোস্ট ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ। এ ছাড়াও সুগার বয়েলিং, কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ। প্রতিটি বিষয়ে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে ৩১৩টি। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ন্যাশনাল সুগার ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২৪ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ জুন প্রবেশিকা পরীক্ষা হবে। পুণে, চেন্নাই, দিল্লি, কানপুর, কলকাতা ও পটনাতে পরীক্ষা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল সুগার ইনস্টিটিউটের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন