UGC Directive on Disaster Management 2025

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিপর্যয় মোকাবিলা নিয়ে উদ্যোগী হতে হবে, নির্দেশিকা ইউজিসি-র

বিপর্যয় মোকাবিলা নিয়ে প্রতিষ্ঠানগুলিতে দক্ষতা বৃদ্ধির কোর্স চালু করার কথাও বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:১২
UGC

ইউজিসি। ছবি: সংগৃহীত।

জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের জেরে বর্তমানে টালমাটাল পৃথিবী। কোথাও খরা, আবার কোথাও বন্যা পরিস্থিতি। এই আবহে বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে কী ভাবে উদ্যোগী হতে হবে, কী কী পন্থা অবলম্বন করতে হবে, তা জানাতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চালু করা হবে এ সংক্রান্ত কোর্স। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

Advertisement

কেন্দ্রের গৃহ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াস্টার ম্যানেজমেন্ট (এনআইডিএম) এবং ইউজিসি যৌথ ভাবে উদ্যোগী হয়েছে। ইউজিসি-র তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিপর্যয়ের ঝুঁকি কমানো নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করতে হবে।

কমিশনের তরফে প্রতিষ্ঠানগুলিকে দু’রকমের পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডিজ়াস্টার রিস্ক রিডাকশন (ডিআরআর) ক্লাব গড়ে তুলতে হবে। ক্লাবের মাধ্যমে পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে আসন্ন বিপর্যয় সম্পর্কিত সচেতনতা গড়ে তোলা এবং বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির নানা কার্যকলাপ আয়োজনের কথা বলা হয়েছে। ক্লাবের মাধ্যমে পড়ুয়া এবং শিক্ষকদের প্রাথমিক চিকিৎসা, সিপিআর দেওয়া, ফায়ার সেফটি এবং আসন্ন ভূমিকম্পের জন্য প্রস্তুতির ড্রিল, বিপর্যয় মোকাবিলার জন্য আপৎকালীন ক্রিয়াকলাপ নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া, ক্যাম্পাসে আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি টিম গড়ে তুলতে হবে। পাশাপাশি, কোন অঞ্চলে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে, তা খতিয়ে দেখে ‘ডিজ়াস্টার ম্যানেজমেন্ট প্ল্যান’ তৈরি করতে হবে। এ ছাড়া এই বিষয়ে ডকুমেন্টারি ছবি, ওয়ার্কশপের মাধ্যমে সচেতনতামূলক প্রচারও করতে হবে। প্রতিষ্ঠানগুলিকে বৃক্ষরোপণ, বর্জ্য পৃথকীকরণ, জলসংরক্ষণের মতো নানা বিষয়ে উদ্যোগী হতে হবে।

নির্দেশিকায় এই সমস্ত পদক্ষেপের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা নিয়ে প্রতিষ্ঠানগুলিতে দক্ষতা বৃদ্ধির কোর্স চালু করার কথাও বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন