SSC Recruitment Case

এসএসসি শিক্ষক নিয়োগ: আদৌ মানা সম্ভব হবে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা?

শিক্ষা দফতর সূত্রের খবর, আগামী তিন-চার দিনের মধ্যে শূন্যপদের তালিকা তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে এসএসসির কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৬:০২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার। তারপরই প্রশ্ন উঠছে কবে চূড়ান্ত শূন্যপদ প্রকাশ করা হবে। চূড়ান্ত শূন্যপদ ঘোষণা হলে তার ভিত্তিতে নবম-দশমের জন্য প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ হবে। শিক্ষা দফতর সূত্রের খবর, আগামী তিন-চার দিনের মধ্যে শূন্যপদের তালিকা তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে এসএসসির কাছে।

Advertisement

কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশের প্রশ্ন নবম-দশমের ঘোষিত শূন্যপদ কি অপরিবর্তিত থাকবে? না কি একাদশ-দ্বাদশের মতো শূন্যপদ কমে যাবে?

শিক্ষা দফতর সূত্রের খবর, নবম দশমে শিক্ষক নিয়োগের শূন্যপদ খুব বেশি কমার সম্ভাবনা নেই। শিক্ষা দফতরের কর্তা জানান, নতুন নিয়োগের তোড়জোড় চলছে। পাশাপাশি ২০১৬ সালে চাকরিহারাদের ফেরানো হচ্ছে পুরনো চাকরিতে। সেখানে তাঁরা যে স্কুলে চাকরি করতেন, সেখানে তৈরি হচ্ছে শূন্যপদ। কিন্তু আধিকারিকরা স্বীকারও করছেন, এই শূন্যপদ সৃষ্টির ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। একাদশ-দ্বাদশে পুরনো চাকরি প্রার্থীরা যত জন ফিরে গিয়েছিলেন, ততগুলি শূন্যপদ তৈরি করা যায়নি। তাই ৬৯ শূন্যপদ কমে গিয়েছিল।

নবম দশমে শূন্যপদের সংখ্যা ২৩,২১২। শিক্ষা দফতর সূত্রের খবর, এখন‌ও পর্যন্ত পুরনো চাকরিতে ফিরে গিয়েছেন ২৭০ জন চাকরিহারা। তাঁদের মধ্যে বিষয় এবং বিভাগ মিলিয়ে প্রায় ২৬০টি শূন্যপদ তৈরি করা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানান, “আমাদের মনে হয় নবম দশমের ক্ষেত্রে ২৩২১২টি শূন্যপদের থেকে খুব বেশি কমবে বা বাড়বে না।“

অন্য দিকে ‘যোগ্য’ চাকরিহারাদের দাবি, দ্রুত ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। যদিও এসএসসি সূত্রের খবর, এখন‌ও পর্যন্ত একাদশ দ্বাদশ শ্রেণির ৩৫ টি বিষয়ে নথি যাচাই সম্পূর্ণ হয়নি। আঞ্চলিক ভাবে দু’টি বিষয় ইন্টারভিউ হবে ২৬ ও ২৭ তারিখ। অন্যদিকে গ্রুপ সি ও ডি নিয়োগের আবেদন চলছে। একই সঙ্গে নবম দশমের ১১টি বিষয়ে নথি যাচাই করা কষ্টকর। একাদশ দ্বাদশের ভেরিফিকেশন শেষ হবে ৪ ডিসেম্বর।

সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এসএসসি-কে। তার মধ্যে যদি এই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়। তা হলে ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকাদের চাকরি আর থাকবে না। যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের অন্যতম নেত্রী রূপা কর্মকার বলেন, “এখন‌ও পর্যন্ত একাদশ দ্বাদশের একটি ইন্টারভিউও শুরু হয়নি। ভেরিফিকেশন চলবে ডিসেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত। তার আগে নবম দশমের ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা খুব কম। তাই আমরা আশঙ্কিত যে ৩১ ডিসেম্বরের মধ্যে এই পুর‌ও প্রক্রিয়ার শেষ না করলে অনেক ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা চাকরিহারা হয়ে বেতনহীন হয়ে পড়বেন।”

Advertisement
আরও পড়ুন