UNESCO Internship programme

ইউনেস্কোর সচিবালয়ের কাজ শিখতে চান? সুযোগ রয়েছে বিনামূল্য প্রশিক্ষণের

ইউনেস্কোর সচিবালয় সম্পর্কিত প্রশাসনিক ও কৌশলগত কাজ কী ভাবে হয় তার প্রশিক্ষণ দিতে চলেছে এই সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৫:৩৭
UNESCO

ইউনেস্কো। ছবি: সংগৃহীত।

জাতিসংঘের এক বিশেষ সংস্থা হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো)। এই সংস্থা মূলত শিক্ষা, কলা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তার উন্নয়নের লক্ষ্যে কাজ করে। ইউনেস্কোর সচিবালয় সম্পর্কিত প্রশাসনিক ও কৌশলগত কাজ কী ভাবে হয় তা প্রশিক্ষণ দিতে চলেছে এই সংস্থা।

Advertisement

ইন্টার্ন নেওয়া হবে। মিটিং প্রস্তুতিতে সহায়তা করা, গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন বৈঠকের রিপোর্ট লেখা ও সংরক্ষণ করে রাখা এবং প্রশাসনিক সহায়তা দেওয়া-সহ আরও কাজ শেখার সুযোগ রয়েছে। বেশিরভাগ কাজই ইউনেস্কোর দফতরে হবে, তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ‘হাইব্রিড’ অথবা ‘রিমোট ওয়ার্ক’-এর সুযোগ রয়েছে। এই ইন্টার্নশিপটি বিনামূল্যে করানো হয়। এ জন্য কোনও সম্মানদক্ষিণা দেওয়া হয় না।

আবেদনকারীর বয়স ২০ বছরের বেশি হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ইংরেজি অথবা ফরাসি ভাষায় পারদর্শী হওয়া চাই।

আবেদন করা যাবে অনলাইনেই। ইউনেস্কোর ওয়েবসাইটে গিয়ে ‘কেরিয়ার’-এ গেলে এই সংক্রান্ত তথ্য দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাছাই করা প্রার্থীদের ‘ই মেল’-এর মাধ্যমে যোগাযোগ করা হবে। ইউনেস্কোর ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

Advertisement
আরও পড়ুন