Supreme Court

সিভিল সার্ভিস পরীক্ষায় নিয়ম রদবদলের সিদ্ধান্ত ইউপিএসসি-র, সুপ্রিম কোর্টকে কী জানাল কমিশন?

প্রিলিমিনারি পরীক্ষা শেষে ‘আনসার কি’ প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। তাতেই হলফনামা জমা দিয়ে নিয়ম বদলের কথা জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:২৩
সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে নিয়ম বদলের কথা জানিয়েছে ইউপিএসসি।

সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে নিয়ম বদলের কথা জানিয়েছে ইউপিএসসি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘ টানাপোড়েন শেষে সিভিল সার্ভিস পরীক্ষার নিয়ম বদল করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। এ বার থেকে প্রিলিমিনারি পরীক্ষা শেষে প্রভিশনাল ‘আনসার কি’ প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের উত্তর নিয়ে কোনও সমস্যা থাকলে, তা কমিশনকে জানানোর সুযোগ থাকবে। পরীক্ষার ফল প্রকাশের আগেই তা নিয়ে কাজ করা হবে।

Advertisement

শীর্ষ আদালতের বিচারপতি পিএস নরসীমা রাও এবং বিচারপতি এএস ছন্দুকারের ডিভিশন বেঞ্চ-এ এই বিষয়ে হলফনামা জমা দিয়েছে কমিশন। ২০২৪-এ সিভিল সার্ভিস পরীক্ষার ব্যবস্থার একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।

এই নিয়ম বদল হওয়া পর্যন্ত সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রিলিমিনারির উত্তর দেখার জন্য মেনস পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হত। তাই প্রিলিমিনারি পরীক্ষায় কোনও ভুল উত্তরের ভিত্তিতে তাঁদের রেজ়াল্ট নির্ভর করলে তাঁরা সেটা চ্যালেঞ্জ করতে পারতেন না। এতে বহু পরীক্ষার্থী সুযোগ হারাতেন।

মামলা চলাকালীন এই সমস্যার সমাধান কী ভাবে সম্ভব, তা নিয়ে পরামর্শ দিতে শীর্ষ আদালত প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্তকে আদালতবান্ধব হিসাবে নিয়োগ করে। তাঁর সহায়ক ছিলেন আইনজীবী প্রাঞ্জল কিশোর। তাঁদের পরামর্শ অনুযায়ী, ইউপিএসসি সিদ্ধান্ত নেয় প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ‘আনসার কি’ প্রকাশ করতে হবে।

তবে, মামলা দায়ের হওয়ার পর উত্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমনকি ফল প্রকাশে বিলম্ব হবে, এই যুক্তি দিয়েছিল ইউপিএসসি। পরে আইনজীবীদের পরামর্শ মেনেই পরীক্ষা শেষ হওয়ার পরই ‘আনসার কি’ প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, পিটিশনে যে সমস্ত সমস্যার কথা বলা হয়েছে, তার সমাধান এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইউপিএসসি-র ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। সরাসরি সম্প্রচার মাধ্যমে ‘আনসার কি’ নিয়ে ইউপিএসসি-র চেয়ারম্যান অজয় কুমার-কে প্রশ্ন করেছিলেন পরীক্ষার্থীরা। সেই সময় চেয়ারম্যান জানিয়েছিলেন, বিষয়টি বিচারাধীন রয়েছে, তাই এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না। আপাতত উত্তর প্রকাশের নিয়মে রদবদল হচ্ছে না, এমনই ইঙ্গিত দিয়েছিলেন অজয় কুমার।

Advertisement
আরও পড়ুন