NEET-PG 26

-৪০ নম্বরেও স্নাতকোত্তর মেডিক্যালে! চিকিৎসক সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

-৪০ নম্বরে নিয়ে মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক। চিকিৎসকদের একাংশ বিজ্ঞপ্তি সরিয়ে নেওয়ার দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:২৫
সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।

-৪০ নম্বরেও ভর্তি হওয়া যাবে স্নাতকোত্তরে। চিকিৎসা পরিষেবার স্বার্থে ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস-এর (এনবিইএমএস) কাট অফ কম করার বিরোধিতা করছেন চিকিৎসকেরাই। শীর্ষ আদালতে ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট-এর সভাপতি লক্ষ্য মিত্তল এবং অন্য চিকিৎসকেরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে।

Advertisement

কী কী বিষয় উল্লেখ করা হয়েছে আবেদনে?

শীর্ষ আদালতের কাছে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়েছে, মেডিক্যাল স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়ায় ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট, ২০১৯ অনুযায়ী, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড উপেক্ষা করা হয়েছে। তাই এনবিইএমএস-এর ওই বিতর্কিত বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। একই সঙ্গে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষায় ন্যূনতম যোগ্যতার মানদণ্ড সুনিশ্চিত করার নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে ওই মামলায়।

কাট অফ কমেছে কত নম্বর?

২০২৫-এর সেপ্টেম্বর থেকে এনবিইএমএস-এর অধীনে মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬-এর জানুয়ারির তৃতীয় সপ্তাহে দ্বিতীয় রাউন্ডের পরও প্রায় ৯,০০০ আসন ফাঁকা থেকে যাওয়ায় কাট অফ নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই সংস্থা। তাঁদের কাট অফ স্কোর পূর্ণমান ৮০০-র মধ্যে ১০৩ করা হয়।

সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে কাট অফ স্কোর ৪০ থেকে কমিয়ে ০ পার্সেন্টাইল, অসংরক্ষিত এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের ক্ষেত্রে কাট অফ ৫০ পার্সেন্টাইল থেকে কমিয়ে ৭ পার্সেন্টাইল করা হবে। এ ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণিভুক্তরা সর্বনিম্ন -৪০ কাট অফ স্কোর থাকলেও ভর্তি হতে পারবেন।

২০২৫-এর অগস্টে নিট পিজি-র ফলাফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ২.৪ লক্ষ পরীক্ষার্থী। অন্য দিকে স্নাতকোত্তরে মোট আসন ছিল ৬৫,০০০ থেকে ৭০,০০০। কাট অফ মার্কস কম করার ব্যাখ্যা হিসাবে এনবিইএমএস জানায়, কাট অফ পার্সেন্টাইল কমানোর অর্থ অযোগ্য চিকিৎসকদের সুযোগ করে দেওয়া নয়। স্নাতকোত্তীর্ণ যোগ্য চিকিৎসকদেরই স্নাতকোত্তর পড়ার সুযোগ দেওয়া হচ্ছে।

যদিও এই ব্যাখ্যা অযৌক্তিক, এমনটাই দাবি ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনস-এর। ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে লেখা একটি চিঠিতে ওই সংগঠন দাবি করেছে, নিট পিজি-র মাধ্যমে শুধুমাত্র স্পেশ্যাইলজ়ড বিষয়ে স্নাতকোত্তীর্ণেরা মেধার বিচারে যোগ্য কিনা, তাই যাচাই করা হয়। এ ক্ষেত্রে যদি কাট অফ নম্বরই কমিয়ে দেওয়া হয়, তা হলে মেধার যোগ্যতা যাচাই কী ভাবে করা হচ্ছে? এতে সর্বোপরি রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন।

Advertisement
আরও পড়ুন