Govt Jobs for UGC NET Qualified

ইউজিসি নেট পাশের পর সরকারি চাকরি! কোন ক্ষেত্রে কেমন সুযোগ? রইল সুলুক সন্ধান

ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) উত্তীর্ণ হওয়ার পর অধ্যাপনা এবং গবেষণার পাশাপাশি, সরকারি বিভাগেও চাকরির সুযোগ রয়েছে। কোন কোন ক্ষেত্রে কেমন কাজ, বেতনের অঙ্ক কত— খোঁজ দিচ্ছে আনন্দবাজার ডট কম।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৭:৪৪
In 2025, 7 lakh 52 thousand 007 people passed UGC NET.

২০২৫-এ ৭ লক্ষ ৫২ হাজার ০০৭ জন ইউজিসি নেট উত্তীর্ণ হয়েছেন। প্রতীকী চিত্র।

দেশজুড়ে চলতি বছরে ৭ লক্ষ ৫২ হাজার ০০৭ জন ইউজিসি নেট উত্তীর্ণ হয়েছেন। ২১ জুলাই ফল প্রকাশের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র তরফে জানানো হয়েছে, চলতি বছরে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদনের যোগ্যতা অর্জন করেছেন ৫ হাজার ২৬৯ জন। তা ছাড়া, ১ লক্ষ ২৮ হাজার ১৭৯ জন পিএইচডি-র সুযোগ পাবেন। এ ছাড়াও ৫৪ হাজার ৮৮৫ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগ্যতা অর্জন করেছেন, যাঁরা পিএইচডি-তেও ভর্তির আবেদন জানাতে পারবেন।

Advertisement

লক্ষাধিক নেট উত্তীর্ণদের সকলেই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ কিংবা গবেষণার পথে হাঁটেন, তা কিন্তু নয়। তাঁরা রিসার্চ অ্যাসোসিয়েট, স্টুডেন্ট গাইড, সাবজেক্ট এক্সপার্ট, কন্টেন্ট ডেভেলপার-সহ একাধিক পদে পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ)-তে চাকরির সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়াও কেন্দ্র এবং রাজ্য সরকারি দফতর, বিভিন্ন রাজ্যের প্রশাসনিক বিভাগ, গবেষণা কেন্দ্র, সিভিল সার্ভিসেও নেট উত্তীর্ণদের চাহিদা রয়েছে যথেষ্ট।

Apart from teaching and research in government institutions, you can also find job opportunities in various fields.

সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং গবেষণা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ পেতে পারেন। প্রতীকী চিত্র।

যে সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ)-তে নেট উত্তীর্ণদের চাকরির সুযোগ রয়েছে, তার তালিকা দেওয়া হল—

১. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

২. অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন

৩. পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড

৪. তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট (টিএইচডিসি) কর্পোরেশন লিমিটেড

৫. ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড

৬. ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড

৭. নাভাল মেটিরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি

এ ছাড়াও ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও), ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর), কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো প্রতিষ্ঠানগুলিতেও বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজের জন্য ইউজিসি নেট উত্তীর্ণদের চুক্তিভিত্তিক চাকরির সুযোগ দেওয়া হয়ে থাকে।

বেতন:

সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে কাজের নিরিখে ৩৭ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও বাড়িভাড়া, মহার্ঘ্য ভাতা, অবসরকালীন ভাতা, চিকিৎসা পরিষেবার মতো সুবিধাও মেলে।

কিছু সংস্থায় কাজের জন্য দেশের বিভিন্ন এলাকা পরিদর্শনের সুযোগ থাকে। সে ক্ষেত্রে যাতায়াতের খরচও বরাদ্দ করা হয়। তবে, এ ক্ষেত্রে নেট উত্তীর্ণদের স্থানীয় ভাষায় সাবলীল হওয়া বিশেষ ভাবে প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন