WB PG Admission 2025

কুয়েট ছাড়াও স্নাতকে ভর্তির সুযোগ! খালি আসনে ভর্তি নেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

অনলাইনে ভর্তির আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৪০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১২:৩৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকায় উত্তীর্ণ না হলেও বিশ্বভারতীতে ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতক স্তরের বেশ কিছু কোর্সে আসন খালি থাকায় আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, স্নাতকোত্তর স্তরের কিছু একাধিক কোর্সেও ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

স্নাতকের কোর্স:

হিন্দি, সংস্কৃত, ওড়িয়া, অর্থনীতি, দর্শন, যোগ, কম্পারেটিভ রিলিজ়িয়ন বিভাগে ১৫ থেকে ৪৫টি করে আসন খালি রয়েছে। উল্লিখিত বিভাগে দ্বাদশ উত্তীর্ণেরা ভর্তির আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর থাকলে তবেই ভর্তির আবেদন গৃহীত হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্নাতকোত্তর স্তরের কোর্স:

মাস্টার অফ এডুকেশন এবং পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সে ভর্তি নেওয়া হবে। ওই দুই বিভাগে ২৭ এবং ১২টি করে আসন খালি রয়েছে। এ ক্ষেত্রেও লিখিত পরীক্ষা দিতে হবে। গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, এডুকেশন বিষয়ে স্নাতকেরা উল্লিখিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ভর্তির রেজিস্ট্রেশন করানোর জন্য ১,০০০ টাকা, একের বেশি বিষয়ের ক্ষেত্রে আরও ৪০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্বভারতীর পোর্টাল চালু থাকবে।

Advertisement
আরও পড়ুন