HS PPS and PPR Date announce

ফলাফল প্রকাশের আগেই স্ক্রুটিনি ও রিভিউ এর দিন ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

২০২৫-র ফল প্রকাশের পর যে সমস্ত পড়ুয়ারা পিপিএস ও পিপিআর-এর আবেদন জানাবেন, তারা ‘রাইট টু ইনফরমেশন’ (আরটিআই)-এর জন্য আবেদন করতে পারবেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৪:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামী ৭ মে (বুধবার)। তার আগেই পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) কত দিন পর্যন্ত করা যাবে তার দিনক্ষণ জানানো হয়েছে শিক্ষা সংসদের তরফে।

Advertisement

প্রত্যেক বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষার্থীদের একাংশ ফলাফলে সন্তুষ্ট না হয়ে স্ক্রুটিনি এবং রিভিউ করতে দেয়। কিন্তু বিগত কয়েক বছরে দেখা গিয়েছে সেই ফলাফল আসার পরেও বহু পরীক্ষার্থী তাতে সন্তুষ্ট না হয়ে তথ্যের অধিকার আইন (আরটিআই) অনুযায়ী পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে থাকে। সেখানে দেখা গিয়েছে বহু পরীক্ষার্থীর নম্বর ৫ থেকে ১৫ নম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২০২৫-র ফল প্রকাশের পর যে সমস্ত পড়ুয়ারা পিপিএস ও পিপিআর-এর আবেদন জানাবেন, তারা ‘রাইট টু ইনফরমেশন’ (আরটিআই)-এর জন্য আবেদন করতে পারবেন না।

তৎকাল স্ক্রুটিনি ও রিভিউ-র জন্য আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২ টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত । তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা হবে ২২ মে পর্যন্ত।

সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। সাধারণ ভাবে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউর জন্য ২০০ টাকা ধার্য হয়েছে। স্ক্রুটিনির জন্য সব বিষয়েই আবেদন করতে পারবে পড়ুয়ারা। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী রিভিউ শুধুমাত্র দু’টি বিষয়ের উপরই করা যাবে।

তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউর জন্য ৮০০ টাকা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ন’হাজার জন। গত বছরের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সাত লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর।

Advertisement
আরও পড়ুন