WBJEEB JELET JECA 2025

এ বছর জেকা এবং জেলেট পরীক্ষা কবে? দিন ক্ষণ জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

আগ্রহীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি বছরের জেকা (জয়েন্ট এন্ট্রান্স ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন) এবং জেলেট (জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি)-র সময়সূচি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশ করা হয়েছে পরীক্ষার ‘ইনফরমেশন বুলেটিন’-ও।

Advertisement

রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর (এমসিএ)-এর প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে ডব্লিউবিজেইই। সেই পরীক্ষাই জেকা নামে পরিচিত। জিলেট পরীক্ষাটি রাজ্যের কলেজগুলিতে চার বছরের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ফার্মাসি কোর্সে সরাসরি দ্বিতীয় বছরে ভর্তির সুযোগ দেয়। তবে এ ক্ষেত্রে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে ডিপ্লোমা বা সমতুল যোগ্যতা থাকা জরুরি।

চলতি বছরের জেকা পরীক্ষাটি হবে আগামী ১৯ অক্টোবর। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। অন্য দিকে, জিলেট পরীক্ষা হবে তার আগের দিন ১৮ অক্টোবর। পরীক্ষার জন্য নির্ধারিত সময় সকাল ১১টা থেকে ১টা।

জেকা এবং জেলেট পরীক্ষার জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবেন যথাক্রমে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর এবং ১০ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। দু’টি পরীক্ষাতে আবেদনের জন্যই অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ৫০০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ছাড়।

দু’টি পরীক্ষাই নেওয়া হবে ওএমআর শিটের মাধ্যমে। জেকা-র জন্য পড়ুয়াদের একটি পত্রের পরীক্ষা দিতে হবে। তবে জেলেট পরীক্ষায় থাকবে দু’টি পত্র।

আগ্রহীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। দু’ক্ষেত্রেই আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে আবেদনপত্র এবং আবেদনমূল্য। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ১৯ এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে। জেকা এবং জেলেট-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে যথাক্রমে ১০ থেকে ১৮ অক্টোবর এবং ১০ থেকে ১৯ অক্টোবরের মধ্যে।

Advertisement
আরও পড়ুন