JRF Recruitment 2026

স্নাতকোত্তরেরা পাবেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ! যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১১:৩৭
ন্যাশনাল ইনস্টিটিটউট অফ হোমিয়োপ্যাথি।

ন্যাশনাল ইনস্টিটিটউট অফ হোমিয়োপ্যাথি। ছবি: সংগৃহীত।

কলকাতার ন্যাশনাল ইনস্টিটিটউট অফ হোমিয়োপ্যাথিতে কর্মখালি। রাষ্ট্রায়ত্ত সংস্থার গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী চাই। ওই সংস্থার তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। সংস্থার কনসালট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ তিনটি, তবে এই সংখ্যার পরিবর্তন হতে পারে।

Advertisement

মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের হোমিওপ্যাথি নিয়ে গবেষণামূলক কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কনসালট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে সরকারি পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষা থাকা প্রয়োজন। পাশাপাশি, সরকারি সংস্থায় ওই পদে কাজের অন্তত ১০ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৬৪ বছরের কম হওয়া প্রয়োজন।

নিযুক্তেরা প্রতি মাসে ৩৫,০০০টাকা থেকে ৭৫,০০০ টাকা পারিশ্রমিক পাবেন। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ১৯ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আগ্রহীরা সরাসরি কলকাতার ন্যাশনাল ইনস্টিটিটউট অফ হোমিয়োপ্যাথিতে উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে তাঁদের সংস্থার ওয়েবসাইটে দেওয়া ফর্মটি পূরণ করে তা সঙ্গে রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন