দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
জাপানের বিভিন্ন সংস্থায় দু’মাস ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয় এই সম্পর্কে বিশদ তথ্য জানিয়েছে। অনলাইনে কিংবা জাপানে গিয়ে এ দেশের পড়ুয়ারা কাজ শেখার সুযোগ পাবেন।
কোন কোন বিভাগে কাজ শেখার সুযোগ?
সফট্অয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, এআই অ্যান্ড ডেটা সায়েন্টিস্ট, মোটর কন্ট্রোল ইঞ্জিনিয়ার, সিস্টেম ডিজ়াইন রিসার্চার, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমস ডিজ়াইনার-সহ একাধিক বিভাগে কাজ শেখার সুযোগ পাবেন।
কারা আবেদন করবেন?
স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণের পর চাকরি পাওয়ারও সুযোগ থাকছে। মে থেকে জুলাই মাস পর্যন্ত ইন্টার্নশিপ চলবে।
জাপানের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের সহযোগিতায় দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্দো-জাপান ট্যালেন্ট ব্রিজ’ তৈরি করা হয়েছে। ওই দেশের বহুজাতিক এবং স্বীকৃত সংস্থায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ইন্টার্নশিপ এবং পরে চাহিদার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন।
আগ্রহীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লেসমেন্ট সেল-এর ওয়েবসাইটে আবেদন জমা দিতে পারবেন। তাঁদের আবেদনপত্রে জীবনপঞ্জি এবং পোর্টফোলিও-র নথি থাকা প্রয়োজন। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, তা সংস্থার তরফে জানিয়ে দেওয়া হবে।