WBPSC Clerkship Result 2023

প্রকাশিত হল ক্লার্কশিপের প্রথম পর্বের ফল, উত্তীর্ণ ৮৯ হাজারেরও বেশি প্রার্থী

রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট / লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের এই পরীক্ষা ১৬ এবং ১৭ নভেম্বর, ২০২৪-এ আয়োজিত হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১০:৪৬
West Bengal Public Service Commission.

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সংগৃহীত।

ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্বের ফল প্রকাশিত হয়েছে বুধবার। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, ওই পরীক্ষায় পাশ করেছেন ৮৯,৮২১ জন। উত্তীর্ণেরা প্রত্যেকেই দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে পারবেন, যার সূচি এবং অ্যাডমিট কার্ড চলতি মাসেই প্রকাশ করা হবে।

Advertisement

রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট / লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের এই পরীক্ষা ১৬ এবং ১৭ নভেম্বর, ২০২৪-এ হয়েছিল। দ্বিতীয় পর্বের পরীক্ষার পর কম্পিউটার অপারেশন এবং টাইপিং-এর দক্ষতা যাচাই করা হবে। এরপরই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে কমিশন।

তবে, প্রথম পর্বের পরীক্ষায় ৩১৮টি ওএমআর বাতিল করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ওএমআর শিটে ভুল রোল এবং এনরোলমেন্ট নম্বর, খালি উত্তরপত্র, পরীক্ষার্থী সই করেননি এবং ইনভিজ়িলেটর কিংবা পরীক্ষার্থী অ্যাটেন্ডেন্স শিটে ভুল বুকলেট নম্বর (ওএমআর শিটের কোড) লেখায় ওই সমস্ত ওএমআর শিটের মূল্যায়ন সম্ভব হয়নি।

পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকেই প্রথম পর্বের ফলাফল দেখে নিতে পারবেন। কমিশনের তরফে উত্তীর্ণদের রোল নম্বরের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে গিয়ে রোল নম্বর মিলিয়ে ওই তালিকা ডাউনলোড করে বা প্রিন্ট করিয়ে রাখতে পারবেন। নিয়োগ-পরীক্ষার পরবর্তী পর্যায়ে ওই নথি কাজ লাগতে পারে।

ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্বে কাটঅফ মার্কসের তালিকাও প্রকাশ করেছে কমিশন। ওই পরীক্ষায় পাশ করার জন্য অসংরক্ষিত তালিকাভুক্তদের ৪৯ নম্বর, ওবিসি এ ও বি শ্রেণিভুক্তদের ৪৮ নম্বর, তফসিলি জাতিভুক্তদের ৪৭ নম্বর এবং উপজাতিভুক্তদের ২৯ নম্বর থাকা দরকার। দ্বিতীয় পর্বের পরীক্ষার পাঠ্যক্রম শীঘ্রই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Advertisement
আরও পড়ুন