PhD Admission 2025

ইঞ্জিনিয়ারিং-এ নীতিশিক্ষার পাঠ! পিএইচডি করার সুযোগ দেবে আইআইটি দিল্লি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি অনলাইনে পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৬:১৮
The Indian Institute of Technology (IIT), Delhi will offer a special PhD degree course titled \\\\\\\'Value Education in Engineering\\\\\\\'.

‘ভ্যালু এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক বিশেষ পিএইচডি ডিগ্রি কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। ছবি: এআই।

ইঞ্জিনিয়ারিং পঠনপাঠনের ক্ষেত্রে গবেষণার কাজে নীতিবোধও থাকা প্রয়োজন। নিয়মশৃঙ্খলা, আদর্শের পাঠও এই বিষয়ের সঙ্গে জড়িয়ে। তা নিয়েই ‘ভ্যালু এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক বিশেষ পিএইচডি ডিগ্রি কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি।

Advertisement

প্রতিষ্ঠানের ন্যাশনাল রিসোর্স সেন্টার ফর ভ্যালু এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং-এর তরফে ওই কোর্সটি করানো হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর পর্বে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

এ ছাড়াও আইআইটি দিল্লি থেকে গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড মেকানিক্স, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ম্যানেজমেন্ট স্টাডিজ়, অপটিক্স অ্যান্ড ফোটোনিক্স এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করার সুযোগ পাবেন।

স্নাতকোত্তর পড়ুয়াদের পাশাপাশি, স্বীকৃত সংস্থায় কর্মরত ব্যক্তিরাও পিএইচডি করার সুযোগ পাবেন। আবেদনকারীদের মেধা ও যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা জমা দিতে হবে।

পড়ুয়ারা ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। ৯-১৬ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবে প্রতিষ্ঠান। ২ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ভর্তি সম্পর্কিত বিষয়ে আরও তথ্য জানতে আইআইটি দিল্লির ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন