WBJEE JECA 2025

একই দিনে নার্সিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর জয়েন্ট এন্ট্রানস্! কবে মিলবে অ্যাডমিট কার্ড?

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রানস্ এক্জ়ামিনেশন বোর্ড-এর (ডব্লিউবিজেইই) তরফে নার্সিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ল্যাটারাল এন্ট্রি, নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রবেশিকা নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১০
The West Bengal Joint Entrance Examination Board (WBJEE) has announced the exam dates.

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রানস্ এক্জ়ামিনেশন বোর্ড-এর (ডব্লিউবিজেইই) তরফে পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নার্সিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ল্যাটারাল এন্ট্রি, নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি-র মতো বিষয়ে ভর্তির প্রবেশিকা হতে চলেছে অক্টোবরেই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রানস্ এক্জ়ামিনেশন বোর্ড-এর (ডব্লিউবিজেইইবি) তরফে উল্লিখিত প্রবেশিকার দিন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, অ্যাডমিট কার্ড কী ভাবে ডাউনলোড করতে হবে, কবে থেকে তা পাওয়া যাবে— এই সমস্ত তথ্য বোর্ডের তরফে জানানো হয়েছে।

Advertisement

অ্যাডমিট কার্ড ডাউনলোড-এর সূচি:

  • জয়েন্ট এন্ট্রান্স ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন— ১০ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।
  • জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি— ১০ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।
  • অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (জিএনএম)— ১০ অক্টোবর থেকে ১৯ অক্টোবর।
  • জয়েন্ট এন্ট্রান্স ফর মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং— ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর।
  • জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট বেসিক নার্সিং কোর্স— ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর।

কী ভাবে ডাউনলোড করবেন?

ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে হল টিকিট ডাউনলোড করতে পারবেন। ওই কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।

কবে কোন পরীক্ষা?

১৮ অক্টোবর জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি-র পরীক্ষা হতে চলেছে। জয়েন্ট এন্ট্রান্স ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন, অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি-এর (জিএনএম), জয়েন্ট এন্ট্রান্স ফর মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং, এবং জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট বেসিক নার্সিং কোর্স-এর পরীক্ষা ১৯ অক্টোবর নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন