UG Admission 2025

হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ, ভর্তি শুরু হয়েছে কোচবিহারের বিশ্ববিদ্যালয়ে

বৈধ ই-মেল আইডি এবং ফোন নম্বর ছাড়া অনলাইনে আবেদন গ্রহণ করা হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:০০
Coochbehar Panchanan Barma University.

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শেষের পথে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় হিন্দি মেজর (চার বছরের অর্নাস) কোর্সে পড়ুয়াদের ভর্তি নেবে। আসন সংখ্যা ৪৫।

Advertisement

হিন্দি ভাষা ও সাহিত্য বিষয়ে ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে যাঁরা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তাঁরাই উল্লিখিত কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

অনলাইনেই শিক্ষার্থীদের ভর্তি এবং কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে ১৩ অক্টোবর থেকে ভর্তি হওয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে।

২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোর্স ফি হিসাবে ২,৮৫০ টাকা প্রতি সেমেস্টারে দিতে হবে। ২৯ অক্টোবর মেধাতালিকা প্রকাশিত হবে। ক্লাস শুরু হবে নভেম্বরে। অন্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন