WBJEE Result 2025

পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফলপ্রকাশ করল রাজ্য জয়েন্ট বোর্ড, মেধাতালিকায় প্রথম কোন স্কুলের পড়ুয়া?

৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খায় জয়েন্টের ফলপ্রকাশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৩:৩৭
The results of the state joint examination were published after a long legal process.

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হল। প্রতীকী চিত্র।

দীর্ঘ আইনি জটিলতার পর রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হল। পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তার ১১৭ দিন পর আদালতের হস্তক্ষেপে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনের ফল। চলতি বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ০১ হাজার ৬৪৩ জন। এদের মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৭৭ হাজার ৭৯৪ জন এবং ভিনরাজ্য থেকে ২৩ হাজার ৮৫০ জন পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ৫০২ জন। রাজ্যের পরীক্ষার্থীদের পাশের হার - ৯৬.৬৪ শতাংশ।

Advertisement

এ বারের পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, ই-কাউন্সেলিং-এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কলেজে ভর্তির জন্য নাম নথিভুক্ত করতে হবে। সেখান থেকেই ২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে পছন্দের কলেজ বাছাই করতে হবে। তবে, ১ সেপ্টেম্বরই পছন্দের কলেজ বাছাইয়ে কোনও পরিবর্তন এবং ‘চয়েস লক’ সম্পূর্ণ করতে হবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যাঁরা কোনো কারণে ভালো ফল করতে পারেননি, তাঁদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভাল হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”

চলতি বছরের ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। তার পরেই আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সোমবার ওই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তার ফলে অবশেষে আদালতের নির্দেশে ২২ অগস্ট ফলাফল ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড।

রাজ্য জয়েন্ট উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনি লিখেছেন, “দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আজ আমরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের ২০২৫ - ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি কোর্সে প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ করলাম। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎকণ্ঠার ভাগীদার আমরাও ছিলাম, যার অবসান হলো আজ। এই মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা কাউন্সেলিংয়ের মাধ্যমে ১০টি সরকারপোষিত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ন’টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ন’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, একটি কেন্দ্রীয় সরকারপোষিত সেলফ ফিনান্সিং ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫৮টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার কলেজ, একটি সরকার পোষিত ফার্মাসি ইন্সটিটিউট এবং ২৪টি সেলফ ফিনান্সিং ফার্মাসি ইন্সটিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অত্যন্ত দ্রুত কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে। সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।”

পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করার সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন