WBBSE 10th Topper 2025

ফলাফল শুনেই চোখে জল, ‘এই ফল আশা করিনি’, ধাতস্থ হতেই জানাল মাধ্যমিকে প্রথম আদৃত, বই-ই তার একমাত্র ভালবাসা

পড়ার বই তো বটেই, অন্যান্য বিষয়ের বই পড়তেও খুব ভালবাসে আদৃত।

Advertisement
স্বর্ণালী তালুকদার
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৫৪
Adrita is very happy to get first in WBBSE Exam 2025.

মাধ্যমিকে রাজ্যের সেরা আদৃত। নিজস্ব চিত্র।

মাধ্যমিকে রাজ্যের সেরা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার, ৭০০-র মধ্যে সে পেয়েছে ৬৯৬। মেধাতালিকায় নাম ঘোষণা হওয়ার পর কেঁদেই ফেলে সে। ভবিষ্যতে নিট বা জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশনে উত্তীর্ণ হওয়াই লক্ষ্য। তার কথায়, “এই ফলাফল আমি আশা করিনি।” বই-ই তার একমাত্র ভালবাসা, খেলাধুলায় আগ্রহ তেমন নেই।

Advertisement

আদৃতের কলেজপড়ুয়া দিদি অর্পিতা সরকার অঙ্কের ছাত্রী। ভাইয়ের সাফল্যে খুশি হয়ে তিনি বলেন, “ওকে পড়ার কথা বলতেই হয়নি। পড়ার বই তো বটেই, অন্যান্য বিষয়ের বই পড়তেও খুব ভালবাসে। এ ছাড়াও কুইজে খুব ভাল ও, সদ্য জেলার একটি প্রতিযোগিতায় জয়ী হয়েছে।”

West Bengal Madhyamik Topper 2025

মাধ্যমিকে রাজ্যের সেরা তিন কৃতী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

বাবা অমিত কুমার সরকার অবসরপ্রাপ্ত কর্মী। তিনি জানিয়েছেন, ছেলের এই ফলাফল রায়গঞ্জের নাম উজ্জ্বল করল, তাই তাঁরা খুবই খুশি। মা সীমা সরকার গৃহবধূ ছেলের সাফল্য নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছেন না।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেরা দশের তালিকা প্রকাশ করা হয়েছে। ৬৬ জন জায়গা পেয়েছে এই তালিকায়। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, এর পর দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা রয়েছে।

Advertisement
আরও পড়ুন