Recruitment in Aliah University 2024

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে আলিয়া বিশ্ববিদ্যালয়, বেতন কত?

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। পাশাপাশি, ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:২০
আলিয়া বিশ্ববিদ্যালয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, পাবলিক রিলেশন অফিসার, সিভিএস অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি অফিসার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর/ অ্যানালিস্ট, স্পোর্টস অফিসার এবং এস্টেট অ্যান্ড ট্রাস্ট অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদেই সরাসরি নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১১টি। সব ক’টি পদেই ৫৬,১০০ টাকা বেতন মিলবে প্রতি মাসে এবং প্রার্থীদের বয়স ৩০ বছরের বেশি হতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। পাশাপাশি, ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। বিজ্ঞপ্তিটি মিলবে ওয়েবসাইটের ‘কেরিয়ার’ ট্যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি, বিস্তারিত জীবনপঞ্জি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১২ ডিসেম্বর ’২৪-এর মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন