AYCL Recruitment 2026

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মীর খোঁজ, মাসিক বেতনকাঠামো কেমন হবে?

নিযুক্তদের গ্রেড অনুযায়ী বেতনকাঠামো হবে মাসে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা বা ৭০,০০০-২,০০,০০০ টাকা। এ ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬
Andrew Yule and Company Limited

অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করবে অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দু’টি পদমর্যাদাতেই স্থায়ী নিয়োগ হবে। এ জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংস্থার তরফে ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। তাঁরা সংস্থার ইলেকট্রিক্যাল অপারেশন্স বিভাগে কাজের সুযোগ পাবেন। তবে একজনকে বিজ়নেস ডেভেলপমেন্ট এবং অন্যজনকে কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং-এর কাজের দায়িত্ব সামাল দিতে হবে।

আবেদনকারীদের বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের গ্রেড অনুযায়ী বেতনকাঠামো হবে মাসে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা বা ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা। এ ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হবে।

প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি সাত বা ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন