WB Health Recruitment 2025

কলকাতার হোমিওপ্যাথি হাসপাতালে কর্মখালি, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৬:৩১
librarian.

ছবি: সংগৃহীত।

কলকাতার হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মখালি। রাজ্য সরকার অধীনস্থ এই হাসপাতালে চুক্তির ভিত্তিতে লাইব্রেরিয়ান এবং কম্পাউন্ডার কাম ড্রেসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে এই বিষয়ে বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

উল্লিখিত পদে পূর্বে কোনও রাজ্য সরকারি কিংবা কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থায় কাজ করেছেন এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগ্রহীদের সরকারি পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র এবং কাজের শংসাপত্রের মতো নথি-সহ আবেদন নিয়ে হাসপাতালে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১১ মার্চ। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন