WB Interships 2025

বাঁকুড়া সম্মিলনী কলেজে ইন্টার্নশিপের সুযোগ, কারা আবেদন করবেন?

কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসের ভাতা হিসাবে ৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৭
Bankura Sammilani College.

বাঁকুড়া সম্মিলনী কলেজ। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি কলেজে ইন্টার্নশিপের সুযোগ। বাঁকুড়া সম্মিলনী কলেজের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি অর্থপুষ্ট প্রকল্পে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। ওই ইন্টার্নশিপের জন্য এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

যে কোনও বিষয়ে পিএইচডি করছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। একই সঙ্গে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত ব্যক্তিরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। নিযুক্তদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (ডিএসটি-এসইআরবি) অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।

মোট দু’মাসের জন্য ওই কাজে নিযুক্তদের বহাল রাখা হবে। এর জন্য মাসিক ভাতা হিসাবে পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রকল্পে কাজ চলবে। কবে থেকে ইন্টার্নশিপ শুরু হবে, তা বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। গবেষণা প্রকল্পের প্রিন্সিপল ইনভেস্টিগেটর হিসাবে দায়িত্বে রয়েছেন পদার্থবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিয়ম দাস। তাই কাজ সম্পর্কিত তথ্যের জন্য প্রার্থীরা তাঁর সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে। এর জন্য অনলাইনে আবেদন পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৩১ মার্চ। আগ্রহীদের এই বিষয়ে আরও জেনে নিতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন