Assistant Professor jobs 2025

আয়ুর্বেদে ডিগ্রি রয়েছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির সুযোগ

নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ১ লক্ষ ০১ হাজার ৫০০ টাকা বেতন হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১১:৫২
All India Institute of Ayurveda.

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ। ছবি: সংগৃহীত।

আয়ুর্বেদ বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? চাকরির সুযোগ দেবে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ। ওই প্রতিষ্ঠানের সালক্য তন্ত্র বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন কিংবা ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অনুমোদিত বৈধ অনুমোদন থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের ইউজিসি কেয়ার কিংবা সমতুল ইনডেক্সড জার্নালে অন্তত তিনটি গবেষণাপত্র প্রকাশিত হওয়া বাঞ্ছনীয়।

নিযুক্ত ব্যক্তির বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসের বেতন ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে।

আগ্রহীদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের নয়াদিল্লির ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সেখানেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ২০ জুন সকাল সাড়ে ৯টা থেকে প্রার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। এই বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (aiia.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন