বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।
একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে থেকে কাজ করতে হবে নিযুক্তদের। যার মধ্যে রয়েছে কলকাতাও। এ জন্য শুধুমাত্র অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে আগ্রহীদের থেকে।
সংস্থায় নিয়োগ হবে ম্যানেজার, অফিসার এবং জুনিয়র অফিসার পদে। মোট শূন্যপদ ১১টি। নিযুক্তদের সংস্থার অপারেশন্স, ডোমেস্টিক ট্রান্সপোর্টেশন, মার্কেটিং, ইলেকট্রিক্যাল, ট্যাক্সেশন-সহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ মিলবে। তাঁদের পোস্টিং হবে কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু-সহ অন্যত্র।
পদগুলিতে তিন বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৮ বা ৩০ বছর। পদের ভিত্তিতে, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৬,৯৭৭ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০৬,৩৫০ টাকা।
অফিসার (কাস্টোমার অপারেশন্স) পদে আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকের পাশাপাশি দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা জরুরি। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
আগ্রহীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ জুন আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।