ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষানবিশ নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫ ডিসেম্বর থেকে।
ব্যাঙ্কের তরফে ৪০০ জন অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। অসম, বিহার, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে কাজ করতে পারবেন তাঁরা। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, এবং শিলিগুড়িতে রয়েছে মোট ৪০টি শূন্যপদ। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর। বৃত্তি দেওয়া হবে ১৩,০০০ টাকা প্রতি মাসে।
প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। যা বিজ্ঞপ্তিতে সবিস্তার জানানো হয়েছে।
প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করা হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দক্ষতার মাধ্যমে। দেশের বিভিন্ন শহরে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে। চাকরিপ্রার্থীদের এ জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৬০০ টাকা, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৪০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৮০০ টাকা। আগামী ১০ জানুয়ারি আবেদনের শেষ দিন। বাকি তথ্য জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।