Govt Jobs for Engineers 2026

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ চলছে ইঞ্জিনিয়ারের খোঁজ, আগ্রহীদের দিতে হবে ইন্টারভিউ

ট্রেনি এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা বেতন বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছ’টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং শাখার নির্দিষ্ট বিষয়ে স্নাতকেরাই পাবেন সুযোগ। উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।

Advertisement

মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। প্রজেক্ট এবং ট্রেনি ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পাবেন। তবে, সে ক্ষেত্রে অন্তত কোনও ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল সংস্থায় অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তদের মোট চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ৩০,০০০ থেকে ৫৫,০০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

সরাসরি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তার আগে তাঁদের আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও। আবেদনমূল্য ৪০০ টাকা। আবেদনের শেষ দিন ৬ জানুয়ারি।

Advertisement
আরও পড়ুন