BPCL Recruitment 2025

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে কর্মখালি, কোন কোন বিভাগে কর্মী নিয়োগ?

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা থেকে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:২৩
Bharat Petroleum Corporation Limited

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় একাধিক বিভাগে অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় মিড বা সিনিয়র লেভেল স্তরের টিম মেম্বার, টিম লিড, হেড বা অন্যান্য পদে কর্মী নিয়োগ হবে। নিযুক্তদের সংস্থায় এইচআর, ওয়েসাইড অ্যামিনিটিজ়, কনজ়িউমার রিটেলিং, ডিজিটাল বিজ়নেস, ব্র্যান্ড/ পাবলিক রিলেশন্স, ইনফরমেশন সিস্টেম্‌স, ফিন্যান্স, লিগ্যাল, ভারত পেট্রোরিসোর্সেস লিমিটেড, কর্পোরেট স্ট্র্যাটেজি, কোম্পানি সেক্রেটারি, রিনিউয়েবেল্‌স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পেট্রোকেমিক্যাল্‌স, বায়োফুয়েল্‌স, নিউ প্রজেক্টস-রিফাইনারি এবং মেডিক্যাল বিভাগে কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিভিন্ন পদে আবেদনের জন্য বয়ঃসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা থেকে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১১৮০ টাকা। আগামী ২০ জুন আবেদনের শেষ দিন। এর পর আবেদনপত্র স্ক্রিনিং, লিখিত/ কম্পিউটার নির্ভর পরীক্ষা, কেস বেজ়ড ডিসকাশন, গ্রুপ টাস্ক, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন