শুভমন গিল। ছবি: পিটিআই।
অর্ধশতরান করে আউট হলেন শুভমন। কাইল জেমিসনের বলে ৫৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
রোহিত না পারলেও অর্ধশতরান করলেন শুভমন গিল। ৪৬ বলে ৫০ পূর্ণ করলেন ভারত অধিনায়ক।
হাত খোলা শুরু করেছিলেন। বড় শট মারতে গিয়েই ২৪ রানের মাথায় আউট হলেন রোহিত। ৭০ রানে প্রথম উইকেট হারাল ভারত।
রোহিত ২১ ও শুভমন ৩১ রানে ক্রিজ়ে রয়েছেন।
শুরুতে জড়তা দেখালেও ধীরে ধীরে হাত খোলা শুরু করেছেন রোহিত ও শুভমন। ফলে ভারতের রান তোলার গতি বেড়েছে।
নিউ জ়িল্যান্ডের পেসারেরা নিয়ন্ত্রিত বল করছেন। ফলে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল হাত খুলতে পারছেন না। সতর্ক ব্যাটিং করছেন তাঁরা।
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
চোটের কারণে সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বদলে রাজকোটে প্রথম একাদশে ঢুকেছেন নীতীশ কুমার রেড্ডি।
আগের ম্য়াচে জিতলেও রাজকোটে টস হারলেন শুভমন গিল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।