বিরাট কোহলি। —ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে সুখবর পেলেন বিরাট কোহলি। আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন তিনি। প্রায় পাঁচ বছর পর আবার এক দিনের ক্রিকেটে মসনদে উঠেছেন ভারতীয় ব্যাটার। তিনি সিংহাসনচ্যুত করেছেন সতীর্থ রোহিত শর্মাকে। আগের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রান করেছেন কোহলি। রান পাননি রোহিত। তাই জায়গা বদল হয়েছে তাঁদের।
বুধবার আইসিসির যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে এক নম্বরে রয়েছেন কোহলি। এর আগে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। কোহলির পয়েন্ট ৭৮৫। এক থেকে একেবারে তিন নম্বরে নেমেছেন রোহিত। তাঁর পয়েন্ট ৭৭৫। কোহলি ও রোহিতের মাঝে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর পয়েন্ট ৭৮৪।
প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। ৭২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এক দিনের অধিনায়ক শুভমন গিল। ৬৮২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে শ্রেয়স আয়ার। ১১ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। তাঁর পয়েন্ট ৬৫৪।
২০২১ সালের ২ এপ্রিল এক দিনের ক্রিকেটে শীর্ষস্থান হারিয়েছিলেন কোহলি। এত দিন পরে আবার মসনদে বসলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতি কাটিয়ে এক দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের সাত ম্যাচে তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। এই সাত ম্যাচে তিনি করেছেন ৬৭৭ রান। ১৩৫.৪ গড়ে রান করেছেন তিনি। তারই পুরস্কার পেয়েছেন কোহলি।