Calcutta High Court Jobs 2025

দক্ষিণ দিনাজপুরের জেলা আদালতে কর্মবন্ধু প্রয়োজন, বিশদ তথ্য জানাল কলকাতা হাই কোর্ট

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এই সম্পর্কে আরও তথ্য কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৬:৩৮
Calcutta High Court.

কলকাতা হাইকোর্ট। ছবি: সংগৃহীত।

রাজ্যের জেলা আদালতে কর্মবন্ধু প্রয়োজন। ওই কাজের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কাজের জন্য দু’টি শূন্যপদ রয়েছে। কলকাতা হাই কোর্টের তরফে ওই পদে নিয়োগ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

Advertisement

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আদালত এবং বুনিয়াদপুর মহকুমা আদালতের জন্য কর্মবন্ধু প্রয়োজন। ওই কাজের জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। সাফাইয়ের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

নিযুক্তদের প্রতি মাসে ৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এর জন্য তাঁদের একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এ ছাড়াও তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বিচারাধীন থাকা কিংবা কোনও অপরাধের অভিযোগ থাকা চলবে না।

আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। সঙ্গে যে সমস্ত নথি রাখতে হবে, তার তালিকা দেওয়া হল—

১. আধার কার্ড এবং ভোটার কার্ড।

২. শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র।

৩. নথিপত্রের স্বপ্রত্যয়িত কপি এবং জীবনপঞ্জি।

৪. ছবি।

বালুরঘাট জেলা আদালতের অফিসে উল্লিখিত নথিগুলি নিয়ে সকাল ১১টার মধ্যে উপস্থিত থাকা প্রয়োজন। ২৭ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন