Guest Faculty Recruitment 2026

অতিথি শিক্ষকের খোঁজ চলছে দার্জিলিঙে, কোন শর্তে মিলবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ?

দার্জিলিং হিল ইউনিভার্সিটি-তে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের জন্য আবেদন চাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৪:১২
দার্জিলিং হিল ইউনিভার্সিটি।

দার্জিলিং হিল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণেরা শিক্ষকতার সুযোগ খুঁজছেন? দার্জিলিং হিল ইউনিভার্সিটি-র তরফে ওই পদে যোগ্যদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

ইংরেজি, ইতিহাস, গণজ্ঞাপন, নেপালি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। উল্লিখিত বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ইউজিসি কিংবা সিএসআইআর আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে।

তবে, যাঁরা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও সংশ্লিষ্ট পদে যোগদানের আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তদের প্রতিটি ক্লাসের হিসাবে পারিশ্রমিক দেওয়া হবে। প্রতি মাসের সাম্মানিক হিসাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা ধার্য করা হয়েছে।

ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৩ জানুয়ারি। আবেদনমূল্য ১,৫০০ টাকা। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন