CU Recruitment 2025

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়েছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ

প্রতিষ্ঠানের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট ফেলো নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২১:০৫
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।

Advertisement

প্রতিষ্ঠানের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট ফেলো নেওয়া হবে। প্রতি মাসে ফেলোশিপ মিলবে ৭ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ৩০ জুলাই বেলা ১২টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন