নার্স এবং অ্যালায়েড হেল্থকেয়ার প্রফেশনালদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসকো স্টিল প্লান্ট। ছবি: সংগৃহীত।
বার্নপুরের মাল্টিস্পেশালিটি হাসপাতালে কর্মখালি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসকো স্টিল প্লান্ট। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৯টি শূন্যপদে নার্স এবং অ্যালায়েড হেল্থকেয়ার প্রফেশনালদের নিয়োগ করা হবে।
কোন কোন পদে কর্মখালি?
নার্স, ডায়লাসিস টেকনিশিয়ান, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ভ্যাক্সিনেটর, ফ্লেবোটমিস্ট, অপটমেট্রিস্ট, পালমোনারি ফাংশান টেস্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, ড্রেসার এবং অপারেশন থিয়েটর টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
চুক্তির মেয়াদ:
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। মোট ১৮ মাস পর্যন্ত ওই মেয়াদ বহাল থাকবে।
ভাতা:
প্রতি মাসে নিযুক্তেরা ১০ হাজার টাকা থেকে শুরু করে ১৭ হাজার ৯৮০ টাকা ভাতা হিসাবে পাবেন। এ ছাড়াও অতিরিক্ত পারিশ্রমিক হিসাবে ৭ হাজার ২০ টাকা বরাদ্দ করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি:
ইসকো স্টিল প্লান্টের অফিসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ১৫ এবং ১৬ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকা দরকার। তাঁদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে আনতে হবে। ওই ফর্মটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (sailcareers.com) পাওয়া যাবে।