KMC Recruitment 2025

কলকাতা পুরসভায় প্রয়োজন সিভিল ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন জানাল আবেদনের শর্তাবলি

মোট ৭৮টি পদে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নিযুক্তদের বয়স ৩৭ বছরের মধ্যে হওয়া দরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৬
The Municipal Service Commission has published the conditions for the appointment of Civil Engineers.

মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগের শর্তাবলি প্রকাশ করা হল। ছবি: সংগৃহীত।

সিভিল ইঞ্জিনিয়ারেরা কলকাতা পুরসভায় চাকরি পেতে পারেন। রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে এমন ব্যক্তিদের ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ হিসাবে নিয়োগ করা হবে। তাঁরা কলকাতা পুরসভার অধীনে কাজের সুযোগ পাবেন। মোট শূন্যপদ ৭৮।

Advertisement

অনূর্ধ্ব ৩৭ বছর বয়সিরা ওই কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকা দরকার।

লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে যাঁরা সরকারি কর্মচারি, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে, তাঁদের সরকারি সংস্থার তরফে নো-অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র ২২ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষার পাঠ্যক্রম, প্রশ্নপত্রের নমুনার মতো তথ্য কমিশনের ওয়েবসাইট (mscwb.org) থেকে দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন