Akashvani Kolkata Recruitment 2025

আকাশবাণী কলকাতায় ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, বিশেষ শর্তে স্নাতকদের আবেদনের সুযোগ

আগ্রহীদের আকাশবাণী কলকাতার অনুষ্ঠান সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭
Akashvani Kolkata.

আকাশবাণী কলকাতা। নিজস্ব চিত্র।

আকাশবাণী কলকাতায় স্নাতকেরা পেতে পারেন চুক্তিভিত্তিক কাজের সুযোগ। প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। ওই কাজের জন্য একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হতে পারে।

Advertisement

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের বাংলার পাশাপাশি, ইংরেজি, হিন্দি বা উর্দু বা সাঁওতালি ভাষায় সাবলীল হতে হবে।

এ ছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলি, স্থানীয় সাহিত্য এবং সংস্কৃতি, এবং ওয়ার্ড প্রসেসিং-স্প্রেডশিটসের মতো সফট্অয়্যার সম্পর্কে যথাযথ জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে আগ্রহীদের আকাশবাণী কলকাতার অনুষ্ঠান সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়া, ছবি তোলা বা ভিডিয়োগ্রাফি, সমাজ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন, অডিয়ো এডিটিং-এর মতো বিষয়গুলিতে দক্ষ হতে হবে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য তাঁদের অনলাইনে ফর্ম পূরণের (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedXhn3SQj8Ja0m-zGm5SVF19hGoqiyeuULEM2u0iRJBaKWIA/viewform) মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ অক্টোবর।

Advertisement
আরও পড়ুন