West Bengal Teacher Recruitment 2025

ইংরেজি মাধ্যম স্কুলে প্রয়োজন শিক্ষক, পুরুলিয়ার অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের তরফে বিজ্ঞপ্তি

লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৫:৩৪
Teachers will be recruited in English medium schools.

ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। ছবি: সংগৃহীত।

পুরুলিয়ার ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার সুযোগ। ওই জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক প্রয়োজন। এ ছাড়াও শিক্ষাকর্মী পদেও নিয়োগ হবে। মোট শূন্যপদ ১৬টি।

Advertisement

শিক্ষক নিয়োগের শর্তাবলি:

টিচার-ইন-চার্জ, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে মোট ছ’জনকে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে আবেদনকারীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, গণিত, বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি থাকতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে, এমনটাই জানানো হয়েছে।

শিক্ষাকর্মী পদে আবেদনের শর্তাবলি:

এ ছাড়াও ছাত্রাবাসের জন্য সুপারিন্ডেন্টেড, মেট্রন, ক্লার্ক, পিওন, কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড পদেও কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত পদে স্নাতক এবং অষ্টম শ্রেণি পাশ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। মোট শূন্যপদ আটটি।

পারিশ্রমিক:

টিচার-ইন-চার্জকে প্রতি মাসে ২৩ হাজার টাকা, অ্যাসিস্ট্যান্ট টিচারদের ১৮ হাজার টাকা; ছাত্রাবাসের সুপারিন্ডেন্টেড, ছাত্রীবাসের মেট্রন, ক্লার্ক পদে ১৩ হাজার ৫০০ টাকা; পিওন এবং কুক পদে নিযুক্তরা ১২ হাজার টাকা এবং অন্যান্য পদে নিযুক্তদের ৮ হাজার ৩৮০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

বয়স:

নিযুক্তদের বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের পদ্ধতি:

ডাকযোগে মুখবন্ধ খামে ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। ওই পত্র দেখেই বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন। পরীক্ষার তারিখ পুরুলিয়ার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইট (purulia.gov.in) মারফত জানানো হবে।

Advertisement
আরও পড়ুন