WB Govt Jobs 2025

রাজ্য খাদ্য দফতরের গ্রুপ ডি কর্মী প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন অষ্টম শ্রেণি উত্তীর্ণেরা

চুক্তির ভিত্তিতে রাজ্য খাদ্য দফতরের গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। অফলাইনে আবেদন পাঠানো যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৫:৪৫
State Food Department Group D employees will be recruited.

রাজ্য খাদ্য দফতর গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। — ফাইল চিত্র।

রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে চাকরির সুযোগ। ওই বিভাগের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি।

Advertisement

কারা আবেদন করবেন?

এই পদে অষ্টম শ্রেণি উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

চুক্তির মেয়াদ এবং পারিশ্রমিক:

  • মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে নিযুক্তদের।
  • প্রতি মাসে ১৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

কী ভাবে হবে নিয়োগ?

অষ্টম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। বয়সে বড় প্রার্থীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আবেদনের শর্তাবলি:

সাদা কাগজে আবেদন লিখে তার সঙ্গে সরকারি পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৪ সেপ্টেম্বর। গ্রুপ ডি পদে নিয়োগ সম্পর্কে আর কোনও তথ্যের জন্য খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইটটি (food.wb.gov.in) দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন