— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ছবির মধ্যেও লুকিয়ে থাকে অক্ষর, শব্দ। তা খুঁজে পেতেই প্রয়োজন ডিপ লার্নিং প্রযুক্তির। সেই পদ্ধতির খুঁটিনাটি জানতেই বিশেষ প্রকল্পে গবেষণা চলছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এ (আইএসআই)। প্রকল্পের নাম ‘ডিপ সিন টেক্সট স্পটিং’, কাজ করছেন প্রতিষ্ঠানের কম্পিউটার ভিশন অ্যান্ড প্যাটার্ন রেকগনিশন ইউনিট।
ওই প্রকল্পে প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কাজের জন্য রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।
তবে, প্রার্থীদের মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, পাইথন, সি-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজে পারদর্শী হতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ২৬ হাজার থেকে ৩৩ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আগ্রহীরা সরাসরি ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে পারেন আইএসআই, কলকাতার দফতরে। এ জন্য ২৭ অক্টোবর বেলা ১১টার আগে পৌঁছে যেতে হবে। সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি রাখা দরকার।