Govt Jobs in Murshidabad

মুর্শিদাবাদ স্বাস্থ্যজেলায় বিশেষজ্ঞ প্রয়োজন, স্নাতকেরা পেতে পারেন আবেদনের সুযোগ

নিযুক্তদের ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কাজের অভিজ্ঞতা, ডিপ্লোমা কোর্সে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুর্শিদাবাদ স্বাস্থ্যজেলায় বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। নিযুক্তদের ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কাজ করতে হবে। চুক্তির মেয়াদ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বহাল রাখা হবে।

Advertisement

কোন পদে কাদের আবেদন গ্রহণ?

  • অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে ১৮ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। ওই কাজের জন্য ‘অপটোমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিক’ শীর্ষক ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের রাজ্য সরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতা এবং অন্তত এক বছরের প্রশিক্ষণ থাকতে হবে। পারিশ্রমিক ১৮ হাজার টাকা।
  • মেডিক্যাল টেকনোলজিস্ট হিসাবে ২১ থেকে ৩২ বছর বয়সিদের আবেদন গ্রহন করা হবে। মেডিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ওই বিষয়ে ডিপ্লোমা রয়েছে— এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে অন্তত এক বছর ওই পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। পারিশ্রমিক প্রতি দিন পিছু ১,০০০ টাকা।

কী ভাবে যোগ্যতা যাচাই?

কাজের অভিজ্ঞতা, ডিপ্লোমা কোর্সে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনের শর্তাবলি:

মুর্শিদাবাদ স্বাস্থ্য জেলার ওয়েবসাইট (murshidabad. gov. in) থেকে অনলাইনে আবেদন পাঠানো যাবে। আবেদনের শেষ দিন ৮ অক্টোবর। আবেদনমূল্য ৫০ টাকা থেকে ১০০ টাকা।

Advertisement
আরও পড়ুন