Govt Jobs for Consultant posts

পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক খুঁজছে পরামর্শদাতা, আবেদনের সুযোগ পাবেন কারা?

পরামর্শদাতা পদে নিযুক্তদের প্রতি মাসে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১১:৪৮
The central ministry will provide jobs for those with postgraduate qualifications.

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের চাকরি দেবে কেন্দ্রীয় মন্ত্রক। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের চাকরি দেবে কেন্দ্রীয় মন্ত্রক। পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকে ওই পদে চারজনকে নিয়োগ করা হবে। মন্ত্রকের নয়া দিল্লির দফতরে নিযুক্তদের কর্মস্থল হতে চলেছে।

Advertisement

কনসালট্যান্ট পদে আবেদনকারীদের বয়স ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।

রসায়ন, এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের পাঁচ থেকে ১৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আগ্রহীদের ডাকযোগে কিংবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং অন্য নথিও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর।

Advertisement
আরও পড়ুন