প্রতীকী চিত্র।
পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইট এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, দু’টি ভিন্ন পদে কাজের সুযোগ মিলবে। আবেদন জানাতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। আগ্রহীদের এর জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে হবে।
জেলার আয়ুষ বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (জেডিএ) পদে। মোট শূন্যপদের সংখ্যা চার।
প্রতিটি পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) এবং জেনারেল ডিউটি অ্যাসস্ট্যান্ট (জেডিএ) পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ১২,০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ৮,০০০ টাকা।
সমস্ত পদে আবেদনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের শারীরিক ভাবে সক্ষম এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। কিছু ক্ষেত্রে কম্পিউটারের কোনও সার্টিফিকেট কোর্স থাকাও প্রয়োজন।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এ ছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়েও আবেদন জানানো যেতে পারে। আবেদনের শেষ দিন আগামী ৫ অগস্ট। এর পর নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।