KVS Recruitment 2025

জোকার কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, কোন কোন পদে নিয়োগ?

আগামী ২৩ জুলাই সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৮:২৬
Kendriya Vidyalaya Joka

কেন্দ্রীয় বিদ্যালয়, আইআইএমসি জোকা। সংগৃহীত ছবি।

আইআইএমসি জোকা শাখার পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির সুযোগ। সম্প্রতি বিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য এই নিয়োগ। বিদ্যালয়ে আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি) এবং কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। পিজিটি পদে নিযুক্তকে বিদ্যালয়ে পদার্থবিদ্যা বিষয় পড়াতে হবে। নিযুক্তদের চাকরির মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হওয়া জরুরি। পিজিটি এবং কম্পিউটার প্রশিক্ষক পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ২৭,৫০০ টাকা এবং ২৬,২৫০ টাকা।

পিজিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের পদার্থবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বিএড ডিগ্রি থাকা এবং হিন্দি ও ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। যাঁদের এনসিইআরটি-র রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে পদার্থবিদ্যায় ইন্টিগ্রেটেড এমএসসি ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। একই ভাবে অন্য পদটির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগামী ২৩ জুলাই সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের স্কুলের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন