CBI Kolkata Jobs 2025

কলকাতায় আইনজীবী নিয়োগ করবে সিবিআই, কী ভাবে আবেদন করবেন?

কলকাতা হাইকোর্টে মামলা লড়ার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১২:১৭
The Central Bureau of Investigation (CBI) has published a notification for the recruitment of lawyers.

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক

আইনজীবী নিয়োগ করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গোয়েন্দা সংস্থার কলকাতার দফতরে তাঁদের নিয়োগ করা হবে। নিযুক্তদের কলকাতা হাইকোর্টে সিবিআই-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ চারটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের আইনে এলএলবি ডিগ্রি এবং বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। এ ছাড়াও প্রার্থীদের অন্তত ১০ বছর ফৌজদারি মামলায় ওকালতি করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের জন্য প্রফেশনাল ফি হিসাবে প্রতি বছর ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও মামলার নিরিখে প্রতি দিন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা এবং মামলা সংক্রান্ত খরচের জন্য ভাতাও বরাদ্দ করা হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য আবেদনের শর্তাবলি সম্পর্কে জানতে সিবিআই-এর ওয়েবসাইটের (cbi.gov.in) ‘ভ্যাকেন্সি’ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। তাতেই ফর্ম পূরণের বিশদ তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই।

Advertisement
আরও পড়ুন