প্রতীকী ছবি।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
আর্থিক সাক্ষরতা কেন্দ্রের জন্য কাউন্সিলর নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। কর্মস্থল হবে কোচবিহারে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। সে ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্তকর্মী হওয়া চাই। পাশাপাশি, প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে বয়স হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (https://www.centralbankofindia.co.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।