Govt Bank Job Vacancy 2025

সাড়ে ৪ হাজার শিক্ষানবিশ নিয়োগ করবে সরকারি ব্যাঙ্ক! আবেদন করতে কোন যোগ্যতা প্রয়োজন?

সম্প্রতি ব্যাঙ্কের তরফে ৪৫০০ শিক্ষানবিশ নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সারা দেশের বিভিন্ন আঞ্চলিক অফিস হবে শিক্ষানবিশদের কর্মস্থল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৬:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সরকারি ব্যাঙ্কে চাকরি পাওয়ার আগে যদি সেখানে প্রশিক্ষণের সুযোগ মেলে, তা হয়তো অনেকেই হাতছাড়া করতে চাইবেন না। এ বার সে রকম প্রশিক্ষণেরই সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সম্প্রতি ব্যাঙ্কের তরফে ৪৫০০ শিক্ষানবিশ নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সারা দেশের বিভিন্ন আঞ্চলিক অফিসে কাজ করতে হবে এই শিক্ষানবিশদের। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

শিক্ষানবিশদের সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ‘হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট’-এর রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বিভাগে কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়োগ করা হবে ১৯৬১ সালের শিক্ষানবিশ আইন মেনে। পশ্চিমবঙ্গ-সহ দেশের বেশ কিছু রাজ্যে নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। পাশাপাশি যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। শুধু প্রশিক্ষণ নয়, বৃত্তির ব্যবস্থাও থাকবে। মাসিক বৃত্তি হবে ১৫,০০০ টাকা। প্রশিক্ষণের মেয়াদ ১ বছর।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (centralbankofindia.co.in) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য বিশেষ ভাবে সক্ষমদের ৪০০ টাকা, এসসি/ এসটি/ মহিলা প্রার্থীদের ৬০০ টাকা এবং অন্য প্রার্থীদের ৮০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৩ জুনের মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইট যেতে হবে।

Advertisement
আরও পড়ুন