CCRAS Recruitment 2025

কেন্দ্রীয় সরকারের আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ২৪,৩৫৬ টাকা থেকে শুরু ৭৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৪:১১
Central Council for Research in Ayurvedic Sciences, New Delhi.

সেন্ট্রাল কাউন্সিল ফর ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক অধীনস্থ গবেষণা কেন্দ্রে কর্মখালি। নয়া দিল্লির সেন্ট্রাল কাউন্সিল ফর ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের বিভিন্ন বিভাগে কর্মী প্রয়োজন। ডোমেন এক্সপার্ট, কনসালট্যান্ট, সিনিয়র রিসার্চ ফেলো, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ১৬ জনকে বেছে নেওয়া হবে। তবে, এই সংখ্যা প্রয়োজনে পরিবর্তিত হতে পারে।

Advertisement

ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের সংশ্লিষ্ট কাজের জন্য বেছে নেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা আয়ুর্বেদ বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (এমডি) কিংবা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি অর্জন করেছেন এবং গবেষণামূলক কাজের পূর্বঅভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যতা সম্পর্কিত আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আবেদনকারীদের বয়স ৩৫ বছর থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ২৪,৩৫৬ টাকা থেকে শুরু ৭৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের আলাদা করে আবেদন জানাতে হবে না। তাঁদের সরাসরি ২৯ মে নয়া দিল্লির সেন্ট্রাল কাউন্সিল ফর ইন আয়ুর্বেদিক সায়েন্সেসে উপস্থিত থাকতে হবে। ওই দিন প্রার্থীদের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন