NIT Durgapur Recruitment 2025

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে এনআইটি দুর্গাপুর, আবেদন করবেন কারা?

মোট ৩৫ মাসের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিদের কাজ করতে হবে। প্রার্থীদের সি, সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৪:৫৬
National Institute of Technology, Durgapur.

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো, টেকনিক্যাল, নন-টেকনিক্যাল পদ এবং ইন্টার্ন হিসাবে ৩৫ মাসের চুক্তিতে চার জনকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ চারটি।

Advertisement

কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা সংশ্লিষ্ট কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, উল্লিখিত পদে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। একই সঙ্গে প্রার্থীদের সি, সি++, মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং, ডটনেট সম্পর্কে দক্ষ হতে হবে। প্রতি মাসে ফেলোশিপ হিসাবে সিনিয়র রিসার্চ ফেলো এবং জুনিয়র রিসার্চ ফেলোদের ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা, টেকনিক্যাল, নন-টেকনিক্যাল পদে নিযুক্তদের ১৮ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা এবং ইন্টার্নদের ৮,০০০ টাকা দেওয়া হবে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আলাদা করে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্তেরা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন এবং সেনসরজ়য়েড প্রাইভেট লিমিটেডের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করবেন।

২ জুন সকাল ৯টা পর্যন্ত আগ্রহীদের আবেদনপত্র গ্রহণ করা হবে। ওই দিনই বেলা ১০টা থেকে প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে এনআইটি, দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন