IIT Madras Admission 2025

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরাও পড়তে পারবেন ইলেক্ট্রনিক্স সিস্টেম, আবেদনের শর্তাবলি কী?

অনলাইনে পড়ুয়ারা ক্লাস করতে পারবেন। তবে, পরীক্ষা, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাঁদের যাতায়াত করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৫:২৫
HS Pass candidates can also get a chance to study on Electronic Systems.

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরাও ইলেক্ট্রনিক্স সিস্টেম নিয়ে পড়তে পারবেন। ছবি: সংগৃহীত।

সদ্যই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? দ্বাদশ শ্রেণিতে গণিত এবং পদার্থবিদ্যা বিষয়টি ছিল? তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজে পড়ার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের তরফে এমন পড়ুয়াদের ইলেক্ট্রনিক্স সিস্টেম বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) এবং ডিপ্লোমা পড়ানো হবে।

Advertisement

পড়ুয়ারা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন। তবে, পরীক্ষা, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাঁদের যাতায়াত করতে হবে। যাঁরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (অ্যাডভান্সড)-এ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সরাসরি ভর্তি হতে পারবেন। তবে, যাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাঁদের ভর্তি হওয়ার জন্য লিখিত পরীক্ষায় পাশ করতে হবে।

পড়ুয়ারা তিনটি পদ্ধতিতে উল্লিখিত বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারবেন। তাঁদের কাছে ফাউন্ডেশন লেভেল, ডিপ্লোমা লেভেল এবং বিএস ডিগ্রি লেভেল— চার সপ্তাহ থেকে শুরু করে চার বছরের কোর্স করার সুযোগ থাকছে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৬ হাজার টাকা ধার্য করা হয়েছে। ২০ মে আবেদনের শেষ দিন। পরীক্ষা কবে নেওয়া হবে, কী ভাবে ক্লাস করানো হবে, সেই বিষয়ে বিশদ জানতে আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন